শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সবার চোখ প্রার্থীদের হলফনামায় ইসিও খতিয়ে দেখছে

গোলাম রাব্বানী ও আলী রিয়াজ

সবার চোখ প্রার্থীদের হলফনামায় ইসিও খতিয়ে দেখছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৩০৬৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে স্বশিক্ষিত থেকে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীও রয়েছেন। এবারের প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যাও কম নয়। নির্বাচনী হলফনামায় অনেকেই পেশা রাজনীতিবিদ-ব্যবসা ও কৃষি উল্লেখ করলেও প্রায় সবার আয়ের মূল উৎস ব্যবসা, বাড়ি ভাড়া ও চাকরি। অনেকেই আবার মৎস্যজীবী হিসেবেও নিজের পরিচয় দিয়েছেন। গতকাল নির্বাচন কমিশন থেকে বেশ কয়েকজন প্রার্থীর হলফনামার তথ্য পাওয়া গেছে। এসব প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে অনেক চমকপ্রদ তথ্যও পাওয়া গেছে। এদিকে নির্বাচন কমিশন হলফনামায় প্রাপ্ত তথ্য খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে ঋণ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে।

ঢাকা ১৫ আসনের বিএনপির প্রার্থী ড. এসএম আসাদুজ্জামান রিপন : শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। তিনি নিজের পেশা উল্লেখ করেছেন সাংবাদিকতা, লেখালেখি, গবেষণা। তার বার্ষিক আয় শেয়ার সঞ্চয়পত্র থেকে ৫০ লাখ ৭২ হাজার,  পেশা থেকে ১৭ লাখ ৯৪ হাজার, স্ত্রী, সন্তানের নামে সঞ্চয়পত্র শেয়ার ১১ লাখ টাকা। পেশা থেকে স্ত্রী সন্তানের আয় ২৫ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে— নগদ ৩২ লাখ, স্ত্রীর ৮ লাখ, নির্ভরশীলদের নামে ২৫ লাখ। ব্যাংকে জমা ২০ লাখ, স্ত্রীর নামে ১২ লাখ, বন্ড ঋণপত্র নিজের নামে সাড়ে তিন লাখ, সোনা নিজের ৬০, স্ত্রীর ১৫০ ভরি, নির্ভরশীলদের ৮০ ভরি। স্থাবর সম্পদ কৃষিজমি নিজের নামে একবিঘা, যৌথমালিকানায় ১২ বিঘা।

ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন : তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি পাস, পেশা ব্যবসায়ী। বার্ষিক আয় বাড়ি ভাড়া এক লাখ ৮ হাজার, শেয়ার সঞ্চয়, ব্যাংক আমানতের সুদ ৪ লাখ, চাকরি থেকে আয় ৪০ লাখ ৬৪ হাজার, অস্থাবর সম্পত্তি ৭৭ হাজার ৫০০। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা এক কোটি ৭৮ লাখ। বন্ড, শেয়ার দুই কোটি ৯৬ লাখ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে— কৃষি জমি ৩০ লাখ ২৫ হাজার টাকা, অকৃষি জমি ৩২ লাখ ৫৬ হাজার, ভবন ১৩ লাখ ৫৯ হাজার টাকা, ফ্ল্যাট দুই লাখ ১০ হাজার টাকা। একটি মামলা রয়েছে।

ঢাকা ৩ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ : শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। পেশা : দৈনিক দেশজনতার সম্পাদক, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক। ৮০টি ফৌজদারি মামলা। তার বার্ষিক আয়— বাড়ি ভাড়া থেকে ৬৭ লাখ ৭৫ হাজার, ব্যবসা থেকে ৮ লাখ। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে— নগদ টাকা ১৯ লাখ ৬২ হাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩৮ লাখ টাকা, বন্ড ঋণপত্র এক কোটি ১৮ লাখ। স্থাবর সম্পদের মধ্যে— অকৃষি জমি ৯৫ লাখ ৯৪ হাজার টাকা, বাণিজ্যিক বা আবাসিক ভবন ৪ কোটি ৫২ লাখ টাকার।

রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শিক্ষাগত যোগ্যতায় বিএ পাস। নির্বাচনী হলফ নামায় পেশা হিসেবে দেখিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও চেয়ারম্যান জাতীয় পার্টির। তার বার্ষিক আয় কোটি টাকার বেশি। আয়ের মূল উৎস ব্যবসা ও অন্যান্য ভাতার মধ্যে রাষ্ট্রীয় বিশেষ দূত হিসেবে প্রাপ্ত সম্মানী ১৯ লাখ ৪৬৯৬ টাকা, সংসদ সদস্য সম্মানী ১২ লাখ ৬০ হাজার, ব্যাংক পরিচালনা পরিষদের সম্মানী ৭৪ লাখ ৭১ হাজার ১০ টাকা, বার্ষিক আয় ব্যবসা থেকে ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩৭ লাখ ৬৯ হাজার টাকা ও স্ত্রীর নামে ৭৪ লাখের বেশি। নিজের শেয়ার রয়েছে ৪৪ কোটি টাকা, স্ত্রীর নামে ৫০ হাজার টাকা। এফডিআর ৯ কোটি ২০ লাখ টাকা, ডিপিএস ৯ লাখ টাকা। গাড়ি রয়েছে তিনটি। ব্যবসা মূলধন ১২ লাখ ৫১ হাজার। জমি বিক্রয় মূল্য প্রায় আড়াই কোটি টাকা দেখানো হয়েছে। স্ত্রীর নামে এফডিআর, সঞ্চয়পত্রে আট কোটি টাকার বেশি, ১০০ ভরি সোনা, তিনটি গাড়ি রয়েছে।

ঢাকা ৮ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন : শিক্ষাগত যোগ্যতা এমএ। পেশা রাজনীতি। বার্ষিক আয় ১২ লাখ ৯২ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৭ লাখ ৫৭ হাজার, ব্যাংকে জমা ৬ লাখ ৬৫ হাজার, সঞ্চয়পত্র ৩০ হাজার টাকা, স্ত্রীর নামে ২০ ভরি সোনা, সঞ্চয়পত্র ৪৫ লাখ টাকা, ব্যাংকে জমা ৫ লাখ ৮০ হাজার। নগদ টাকা ৭ লাখ ৯৬ হাজার। স্থাবর সম্পদ— পূর্বাচলে ১০ কাঠা জমি মূল্য ৩৭ লাখ টাকা, যৌথ মালিকানায় ১৯ বিঘা জমি। স্ত্রীর নামে বাড়ি একটি। হাত ঋণ বন্ধুর কাছ থেকে ১০ লাখ টাকা।

ঢাকা ১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল মজুমদার : শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। পেশা ব্যবসা, কৃষি, মৎস্য খামার। বার্ষিক আয় এক কোটি ২৩ লাখ টাকা। কৃষি খাত থেকে আয় ৩৩ হাজার টাকা, বাড়ি ভাড়া ৭৪ লাখ, ব্যবসা থেকে ২৬ লাখ। শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে ৪ হাজার ৪৯৯ টাকা। সংসদ সদস্য সম্মানী ২৩ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে— নগদ টাকা ২২ লাখ ৩০ হাজার, ব্যাংকে জমা ৫১ লাখ ৮ হাজার, বন্ড-ঋণপত্র, শেয়ার এক কোটি ৭৫ লাখ। অস্ত্র-শটগানসহ ৫ কোটি ২১ লাখ টাকার অস্ত্র। স্থাবর সম্পদ কৃষি জমি ২৯ লাখ টাকা, বাড়ি ২ কোটি ৬৫ লাখ টাকা। দায়দেনা অগ্রিম নেওয়া ৯৪ লাখ টাকা।

ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিম : শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পাস। পেশা ব্যবসা ও রাজনীতি। বার্ষিক আয় ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ১ কোটি ১৬ লাখ, সম্মানী ভাতা ৫৭ লাখ ৩ হাজার, নির্ভরশীলদের আয় বাড়ি ভাড়া ১৯ লাখ টাকা,  ব্যবসা থেকে ৭ লাখ ২৪ হাজার অন্যান্য সম্মানী ১৯ লাখ ২৫ হাজার। নগদ টাকা ২ লাখ। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা এক কোটি ৩৪ লাখ। বন্ড, ঋণপত্র, কোম্পানি শেয়ার ও অন্যান্য ৪৬ কোটি ১১ লাখ। অন্যান্য ব্যবসা মূলধন ৪ কোটি ৪২ লাখ। স্ত্রীর নামে নগদ টাকা দুই কোটি ৯ লাখ, নির্ভরশীলদের নামে নগদ টাকা দুই কোটি ৮০ লাখ, স্ত্রীর নামে ব্যাংকে জমা তিন কোটি ৭৯ লাখ, নির্ভরশীলদের নামে ২ কোটি ৩ লাখ। বন্ড, ঋণপত্র, শেয়ার স্ত্রীর নামে ১৬ কোটি ৫৯ হাজার, নির্ভরশীলদের নামে ১১ কোটি ৯ লাখ। স্ত্রীর নামে অন্যান্য ব্যবসা মূলধন রয়েছে ৯৬ লাখ, নির্ভরশীলদের নামে তিন কোটি ৮৭ লাখ। স্থাবর সম্পত্তি ভবন, ১৮ কোটি ৪৭ লাখ।

ঢাকা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান : শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পেশা ব্যবসা, বার্ষিক আয় বাড়ি, দোকান ভাড়া ৩ লাখ ৯৯ হাজার, ব্যবসা থেকে আয় ৬ লাখ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ৪ কোটি ২৫ লাখের বেশি। চাকরি সম্মানী ভাতা ৪১ লাখ ৯২ হাজার, অন্যান্য থেকে আয় ৪ কোটি ৬৫ লাখ।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—নগদ টাকা দুই কোটি ১০ লাখ, স্ত্রী ৬০ হাজার, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা ২ কোটি  ৮৬ লাখ, স্ত্রীর নামে ৪৫ লাখ ৫১ হাজার, বন্ড, শেয়ার অন্যান্য ২৫০ কোটি ৮৪ লাখ টাকা। ১৫ লাখ টাকার স্বর্ণ। অন্যান্য বিভিন্ন কোম্পানি, আত্মীয়-স্বজনকে প্রদত্ত সুদ মুক্ত ঋণ ২০ কোটি ১৭ লাখ আর স্ত্রীর নামে ১২ কোটি ৯৬ লাখ। অস্থাবর সম্পদ— অকৃষি জমি ২ কোটি ৩ লাখ। স্ত্রীর নামে তিন কোটি ৭৩ লাখ, ভবন ৮ লাখ।

ঢাকা ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ : শিক্ষাগত যোগ্যতা স্নাতক। বাড়ি ভাড়া, দোকান ভাড়া থেকে প্রাপ্ত ২৪ লাখ ৮০ হাজার, নির্ভরশীলদের নামে ২০ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সঞ্চয়পত্র, আমানত ১ লাখ ৭৭ হাজার। নগদ টাকা এক লাখ ২৫ হাজার, স্ত্রীর নামে ৮০ হাজার, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩২ লাখ ৯৯ হাজার, স্ত্রীর নামে ২২ লাখ ৩৪ হাজার।

সর্বশেষ খবর