শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হতাশার মাঝেও ভালো গেল প্রথম দিন

মেজবাহ্-উল-হক

হতাশার মাঝেও ভালো গেল প্রথম দিন

সকালে বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা দেখে সবার বিস্মিত হওয়ার কথা! একাদশে নেই কোনো পেসার। ২০০০ সালে টেস্ট যাত্রা শুরুর পর এই প্রথম পেসার ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ। এ কারণেই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচটি যেন বাংলাদেশের সংক্ষিপ্ত টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল! আর এই অধ্যায়ে কোনো ‘ক্যারিশমাটিক তথ্য’ সংযুক্ত হচ্ছে কিনা তা বোঝা যাবে দ্বিতীয় ইনিংসে। কারণ টস জিতে কাল বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং নিয়েছে। ৫ উইকেট হারিয়ে দিনশেষে টাইগাররা করেছে ২৫৯ রান। উইকেটে সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন ৫৫ রানে এবং ৩১ রানে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ বিকালে দুই সিনিয়র ব্যাটসম্যানের নান্দনিক ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিনটিই নিজের করে নিয়েছে বাংলাদেশ। তবে কালকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে সাদমান ইসলামের কাছে। সাদা পোশাকে অভিষেক হয়েছে এই ওপেনারের। দিনের সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসটিও এসেছে তার ব্যাট থেকেই। তবে এই স্মরণীয় ক্ষণকে সেঞ্চুরি করে অবিস্মরণীয় করে রাখার সুযোগ এসেছিল সাদমানের সামনে। কিন্তু তিনি পারেননি। তারপরও এই টার্নিং উইকেটে অভিষিক্ত এক ব্যাটসম্যানের এমন হাফ সেঞ্চুরির ইনিংসই বা কম কিসে! যেখানে মুশফিকুর রহিম, মুমিনুল হক, সৌম্য সরকারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দারুণ শুরু করেও হোঁচট খেয়েছেন। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সাদমানকে দিতে হয়েছে ধৈর্যের পরীক্ষা। এক প্রান্তে যখন উইকেট পতন ঘটছিল তখন আরেক প্রান্তে তিনি দক্ষতার সঙ্গে আগলে রেখেছিলেন। ক্যারিবীয় বোলারদের বিরাট বিরাট টার্নও দারুণভাবে সামাল দিচ্ছিলেন। কিন্তু দেবেন্দ্র বিশুর যে বলে তিনি লেগ বিফোরের ফাঁদে পড়েন সে বলটি কোনো টার্ন করেনি। সাদমানও বুঝতে পারেননি, তাই সাজঘরে ফিরতে হয়।

ষষ্ঠ উইকেট জুটিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন সাকিব ও মাহমুদুল্লাহ। তাদের জুটিতে এসেছে অপরাজিত ৬৯ রান। রানের পাহাড় গড়তে হলে আজও এই সিনিয়র জুটিকে বাইশ গজে দৃঢ়তা দেখাতে হবে। তবে প্রথম দিন শেষে বাংলাদেশ যে স্বস্তিতে আছে তা বলাই যায়। তবে বাংলাদেশ ব্যাট করলেও কাল ঘুরেফিরে আলোচনা হয়েছে পেসারবিহীন একাদশ নিয়ে। চট্টগ্রাম টেস্ট বলেই টিম ম্যানেজমেন্ট এমন সাহস দেখিয়েছে। বন্দরনগরীতে দলে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। কিন্তু কাটার মাস্টার বোলিং করেছিলেন মাত্র ৪ ওভার। সে কারণেই একাদশে পেসার নিয়ে শুধু শুধু বাড়তি একটি উইকেট নষ্ট করার চেয়ে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়েছে বাংলাদেশ। টারগারদের এই টেস্ট দলে এখন ৯ জন স্বীকৃত ব্যাটসম্যান। অবশ্য চট্টগ্রামে তাইজুল ও নাঈম ব্যাটিংয়ে যে দৃঢ়তা দেখিয়েছেন একাদশের ১১ জনকে ব্যাটসম্যানের স্বীকৃতি দেওয়ায় যায়। এখন দেখা বিষয় ১১ ব্যাটসম্যান নিয়ে স্কোর কত করে বাংলাদেশ!

সর্বশেষ খবর