শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুলিশের নজরদারিতে থাকবে পুলিশ

আলী আজম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে নজরদারিতে রাখা হবে। নির্বাচনে তাদের গতিবিধি ও কর্মকাণ্ড সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা পালন বা আইন প্রয়োগের ক্ষেত্রে কেউ শৈথিল্য প্রদর্শন করছেন কিনা লক্ষ্য রাখা হবে। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে তালিকা তৈরি করেছে। বিভিন্ন দফতরে সেই তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ কর্মকর্তাদের ছাত্রজীবনে কার কী অবস্থান ছিল তা ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এসব কর্মকর্তার একটু ভুলে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সত্যিকার অর্থে কে কেমন পারফরম্যান্স দেখাবেন তা নিরূপণে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। শতভাগ জননিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে। জনগণের জানমাল রক্ষাসহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। ব্যত্যয় হলে ঊর্ধ্বতনদের কাছে রিপোর্ট করা হবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পুলিশের কাজ সমন্বয় করতে মনিটরিং, কো-অর্ডিনেশন সেল ও কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। এতে সারা দেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। পুলিশের শীর্ষস্থানীয় আট কর্মকর্তাকে আইনশৃঙ্খলা মনিটরিং ও কো-অর্ডিনেশন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আইজিপিকে সভাপতি করে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়। সম্প্রতি পুলিশ সদর দফতরের এক অফিস আদেশে এ মনিটরিং ও কো-অর্ডিনেশন কমিটি ও সেল গঠন করা হয়। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত কমিটির প্রধান হলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং কো-অর্ডিনেশন সেলের প্রধান র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। পুলিশের রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং এ দুটি মেট্রোপলিটন এলাকার দায়িত্বে থাকবেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। এ ছাড়া ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ রেঞ্জ ও এ তিনটি মেট্রোপলিটন এলাকায় দায়িত্ব পালন করবেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ারদার। খুলনা ও বরিশাল রেঞ্জ এবং এ দুটি মেট্রোপলিটন এলাকায় দায়িত্ব পালন করবেন এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম ও সিটিটিসির প্রধান মো. মনিরুল ইসলাম। চট্টগ্রাম ও সিলেট রেঞ্জ এবং এ দুটি মেট্রোপলিটন এলাকায় দায়িত্ব পালন করবেন অ্যান্টি টেররিজম ইউনিউটের অতিরিক্ত আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সদর দফতরের ডিআইজি (এঅ্যান্ডডি) মো. হাবিবুর রহমান। এ ছাড়া পুলিশ সদর দফতরের অফিস আদেশ অনুযায়ী প্রত্যেক রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনার তাদের এলাকার জন্য গঠিত মনিটরিং ও কো-অর্ডিনেশন সেলে পদাধিকারবলে অন্তর্ভুক্ত থাকবেন। পুলিশের কার্যক্রমকে সুচারুরূপে পালন ও সমন্বয় করতে প্রতিটি নির্বাচনের আগে এসব কমিটি গঠন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর