শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দণ্ড স্থগিত করে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আজ শুনানি

নিজস্ব প্রতিবেদক

যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার দণ্ড স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপরে চেম্বার আদালতে আজ শুনানি হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ সাংবাদিকদের জানান, এ মামলায় হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপরে আপিল বিভাগের চেম্বার আদালতে আজ সকালে শুনানি হবে। এর আগে গত ২৯ নভেম্বর সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া সাজা ও দণ্ড স্থগিত করে হাই কোর্টের একটি বেঞ্চ। পরে সাবিরার আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারিক আদালতের দেওয়া সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করেছে হাই কোর্ট। এ অবস্থায় সাবিরা সুলতানার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এর ফলে দুই বছরের দণ্ডপ্রাপ্তরা যদি হাই কোর্টে সাজা বা দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেন এবং হাই কোর্ট যদি সাজা ও দণ্ড স্থগিত করে তবে তারাও সাবিরা সুলতানার মতো নির্বাচনে অংশ নিতে পারবেন। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, এ আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন। এর আগে ২৭ নভেম্বর নিম্ন আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানায় হাই কোর্টের অন্য একটি বেঞ্চ।

 দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আমানউল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের রায়ে আদালত ওই পর্যবেক্ষণ দেয়। ওই আদেশ অনুযায়ী, খালেদা জিয়াসহ বিএনপির অনেক নেতার নির্বাচন আটকে যায়।

সর্বশেষ খবর