রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
হলফ নামায় তথ্য

খালেদা জিয়ার ব্যাংকে ৪ কোটি ৭৭ লাখ টাকা

দণ্ডের তথ্য দেননি হলফনামায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ভাড়া বাবদ ঋণ রয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকা। তবে কারাগারে থাকা খালেদা জিয়ার হাতে নগদ টাকা রয়েছে মাত্র ৫০ হাজার টাকা। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ২৬৭ টাকা। 

দশ বছর আগে নবম সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়ার কোনো দায়দেনা ছিল না; নগদ অর্থ ছিল ৩৬ লাখ ৫২ হাজার ৮৪৫ টাকা, ব্যাংকে ছিল ২ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ২৮৫ টাকা। উচ্চ আদালতের আদেশে ভোটে অযোগ্য হলেও খালেদা জিয়া ফেনী-১ ও বগুড়া-৬ ও ৭ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি দেখিয়েছেন, ১০০ টাকা দামের গুলশানের একটি বাড়ি রয়েছে। তবে ৫ টাকা দামের ক্যান্টনমেন্টের বাড়িটি বর্তমানে মালিকানা ও দখলে নেই। বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সঙ্গে দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘স্বশিক্ষিত’ উল্লেখ করা হয়েছে। গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে; বর্তমানে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। ৩৪টি মামলার মধ্যে ২টি উচ্চ আদালতে বিচারাধীন। ১৯টি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছে। বিশেষ জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনালে একটি করে মামলা পেন্ডিং দেখানো হয়েছে। তবে তিনি হলফনামায় দণ্ডের তথ্য উল্লেখ করেননি। আয় দেখানো হয়েছে— বাড়ি ভাড়ায় আয় ৬৭ লাখ ৩১ হাজার ৩১৪ টাকা; ৮৫ লাখ ৯ হাজার ৮১৩ টাকা আয় সঞ্চয়পত্র ও আমানতের সুদ বাবদ। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে— নগদ ৫০ হাজার ৩০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৪ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ২৬৭ টাকা। ৪৮ লাখ ৬৫ হাজার টাকা দামের দুটি জিপ। স্বর্ণালঙ্কার জহরতসহ ৫০ তোলা। ৫ লাখ টাকা দামের ইলেকট্রনিক সামগ্রী। ২ লাখ ৬০ হাজার টাকা দামের আসবাব। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—১২ হাজার ৩০০ টাকা দামের অকৃষি জমি; ১০০ টাকা দামের গুলশানের একটি বাড়ি; ৫ টাকা দামের ক্যান্টনমেন্টের বাড়িটি বর্তমানে মালিকানা ও দখলে নেই। এ ছাড়া ১ কোটি ৫৮ লাখ টাকার বাড়ি ভাড়া ঋণ রয়েছে খালেদা জিয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর