মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইশতেহারে মদিনা সনদ উল্লেখের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ইশতেহারে মদিনা সনদ উল্লেখের আহ্বান

যারা নির্বাচনে লড়ছেন তাদের নির্বাচনী ইশতেহারে মদিনা সনদের কথা উল্লেখ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই কোনো ওয়াদা করেন তখন তা পালন করেন। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার ওয়াদা প্রধানমন্ত্রী করেছিলেন, সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন। মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সাধারণ আলেমদের জন্যও ভাতার ব্যবস্থা করার দাবি করে আল্লামা মাসঊদ বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধীদের মানবিক কারণে সরকারি ভাতার ব্যবস্থা করেছেন। আলেম ওলামারাও অভাব অনটনের মধ্যে বেঁচে থাকেন। তাই তাদেরও সরকারি ভাতার আওতায় আনা দরকার। দেওবন্দ মাওলানা সাদ’কে সতর্ক করে বলেছে, তোমার বক্তব্যে অনেক ভুল আছে, তুমি ওই ভুলগুলো থেকে রুজু করবে এবং এসব বিষয়ে সতর্ক থাকবে। ভারতের প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ মাওলানা সাদ কান্ধলভীকে ভালোবাসে। দেওবন্দ মাওলানা সাদ-এর বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়নি বরং তাকে সতর্ক করেছে বলেও মন্তব্য করেন আল্লামা মাসঊদ। দাওয়াতের ক্ষেত্রে মাওলানা সাদ কান্ধলভী মাগলুবুল হাল উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, মানসুর হাল্লাজ যেমন মারিফতের ক্ষেত্রে মাগলুবুল হাল ছিলেন মাওলানা সাদ কান্ধলভী তেমনিভাবে দাওয়াতের ক্ষেত্রে মাগলুবুল হাল ছিলেন। আর যারা মাগলুবুল হাল হয় তাদের কিছু ভুলত্রুটি হয়ে থাকে। যেমন মানসুর হাল্লাজ ‘আনাল হক, আনাল্লাহ’ বলেছেন।

সর্বশেষ খবর