বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও কাউন্সেলিং দরকার : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনাকে হৃদয়বিদারক ও বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে হাই কোর্ট। একই সঙ্গে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও মানসিক কাউন্সেলিং প্রয়োজন বলে মন্তব্য এসেছে হাই কোর্ট থেকে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুর হক সুমন এ ঘটনায় প্রকাশিত সংবাদ নজরে আনলে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। এ ঘটনায় হাই কোর্ট রিট আবেদনও দাখিল করতে বলেছে বলে জানিয়েছেন আইনজীবী। আইনজীবী সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, আমি ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী আত্মহত্যার ঘটনাটি আদালতের নজরে আনি। আদালতকে বলেছি, এ ধরনের একটি সংকেত যদি সারা দেশে যায় যে, ভালো স্কুলে, ভালো করার উপায় হচ্ছে ভালো করে শাসন করা। আর এ শাসনের মাত্রা এমন পর্যায়ে যাবে যে, দু-একজন আত্মহত্যাও করতে পারে। আমরা আদালতকে বলেছি, সিঙ্গাপুরের মতো দেশে যেখানে প্রেসারের কারণে পরীক্ষা পদ্ধতিই উঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আমাদের দেশের পরীক্ষা পদ্ধতির ওপর এত প্রেসার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, একটি স্কুলের প্রিন্সিপাল মেয়ের সামনে তার বাবা-মাকে অপমান করতে পারেন কিনা? মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তার সামনে তার বাবা-মাকে অপমান করা হয়েছে এ জন্য। এ কারণে আমরা একটা সঠিক তদন্ত কমিটি চাই। যে তদন্ত রিপোর্টে জানা যাবে যে, তার বাবা-মার সঙ্গে কেন এমনটি করা হয়েছে?

সর্বশেষ খবর