বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জনগণের আস্থা সৃষ্টি করতে হবে

—অধ্যাপক এস এম এ ফায়েজ

জনগণের আস্থা সৃষ্টি করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, নতুন যে সরকার আসবে তা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। বিশ্ববাসীর কাছেও গ্রহণযোগ্য হতে হবে। তাদের জনগণের কাছে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। এস এম এ ফায়েজ বলেন, সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। দেশবাসীর পাশাপাশি সারাবিশ্বও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। এটা বর্তমান নির্বাচন কমিশনের জন্যও বড় চ্যালেঞ্জ। তাদের ওপর সাংবিধানিক দায়িত্বও এটা। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন জনগণকে আস্থায় এনে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। তিনি বলেন, নতুন সরকারকে হতে হবে জনগণের সরকার। তারা সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে। সব জনগণের উন্নয়নের বিষয়টি মাথায় রেখে কাজ করবে। বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। দেশের কল্যাণে যা প্রয়োজন সেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও ভূমিকা রাখতে হবে। বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। আশা করব, নির্বাচনের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ দেখতে পাব। ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যেন সর্বত্রই আইনের শাসন প্রতিষ্ঠা হয়। সবার জন্য আইনের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে হবে। যেহেতু আমরা একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি, তাই আমাদের সামনে বেশকিছু চ্যালেঞ্জও রয়েছে। সেগুলোকে সুচারুভাবে সম্পন্ন করতে হবে।

সর্বশেষ খবর