বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আব্বাসের মনোনয়ন বাতিল চান মেনন

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। গতকাল নির্বাচন কমিশনে মেননের পক্ষে আবেদনটি জমা দেন আইনজীবী জেয়াদ আল মালুম। পরে এ আইনজীবী সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। তিনি বলেন, স্ত্রী আফরোজা আব্বাসের খেলাপি ঋণের তথ্য মির্জা আব্বাস তার হলফনামায় গোপন করেছেন। এ ছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন— স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন— তিনি স্বামীর কাছে এক কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য। ঢাকা-৮ আসনে ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন থাকলেও জোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের প্রার্থী নেই। এই আসনে ২২টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে থেকে সাতটি বাছাইয়ে বাতিল হয়।

সর্বশেষ খবর