শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না : এরশাদ

চিকিৎসা হচ্ছে না, মৃত্যুকে ভয় করি না

নিজস্ব প্রতিবেদক

আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিযোগ করেছেন, অসুস্থ হওয়ার পরও তাকে চিকিৎসা নিতে এবং দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কার বিরুদ্ধে এ অভিযোগ তা স্পষ্ট না করেই তিনি বলেন, ‘আমাকে দমিয়ে রাখা যাবে না। এগিয়ে যাব। আমার বয়স হয়েছে। চিকিৎসা নিতে দেবে না, বাইরে যেতে দেবে না। আমি মৃত্যুকে ভয় করি না।’ গতকাল দুপুর ১২টায় হঠাৎ করেই বনানীর নিজ রাজনৈতিক কার্যালয়ের সামনে এসে গাড়ি থেকে না নেমে নেতা-কর্মীদের সামনে এ কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি। এরশাদ বলেন, ‘আমি বেঁচে আছি, ভালো আছি। তোমরা ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী কর। সাবেক মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকে তোমরা ভালোবেসো। তাকে সহযোগিতা কর।’ নতুন মহাসচিবের নির্দেশনা মেনে দলকে আরও গতিশীল করতে আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনে যাব, জাতীয় পার্টি নির্বাচনে অনেক ভালো করবে। দলকে বিজয়ের পথে নিয়ে যাব আমরা। তোমরা জাতীয় পার্টির পতাকাতলেই  থেকো।’ কেউ যেন দল না ছাড়ে সে আহ্বানও জানান তিনি। এইচ এম এরশাদ বনানী থেকে দুপুর দেড়টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় যান বলে জানিয়েছেন এরশাদের উপদেষ্টা কাজী মামুন। তিনি বলেন, বাসায় এসে তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে দুপুরে বনানী কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত সভায় টেলিকনফারেন্সে এইচ এম এরশাদ বলেন, ‘কেউ যেন দল ছেড়ে যেও না, কেউ নিরুৎসাহিত হবে না। জাতীয় পার্টি এখন কঠিন সময় পার করছে, আমরা ভেঙে পড়িনি। আগামীতে হয়তো আরও কঠিন সময় পার করতে হবে সেজন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। সবাই এমপি হতে পারে না, সবাইকে দলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, সুদিন আমাদের আসবেই।’ জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘মেডিকেল বোর্ড মনে করলে এইচ এম এরশাদ সিঙ্গাপুরেই চিকিৎসা নেবেন। পার্টির চেয়ারম্যান এরশাদই জাতীয় পার্টি পরিচালনা করছেন।’ তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদকে যারা ক্ষমতা প্রয়োগকারী বলেছেন, তারাই প্রধানমন্ত্রী হয়ে পার্টির প্রধান হয়ে পরবর্তীতে আরও বেশি ক্ষমতার অপব্যবহার করেছেন। এতে ক্ষমতার ভারসাম্য শেষ হয়েছে।’ তিনি বলেন, ‘এখন মূল্যায়নের সময় এসেছে, এরশাদের শাসনামল নাকি পরবর্তী সরকারগুলোর শাসনামলে দেশ ভালো চলেছে।’ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের মাধ্যমে নির্বাচন করবে। জাতীয় পার্টি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাইয়ে জাতীয় পার্টি বিশ্বাস করে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নূর-ই হাসনা লিলি চৌধুরী, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, এ কে এম আশরাফুজ্জামান খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর