রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন বাণিজ্যের কারণে ফখরুলের অফিসে হামলা : কাদের

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন বাণিজ্যের কারণে মনোনয়নবঞ্চিতরা বিএনপি মহাসচিবের অফিসে হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ নেই। মন্ত্রিপরিষদের আকার ছোট-বড় করার এখতিয়ার কেবলমাত্র প্রধানমন্ত্রীর। তবে টেকনোক্রেট কোনো মন্ত্রী ৯ তারিখের পর থেকে মন্ত্রিপরিষদে থাকছেন না। তিনি গতকাল দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট  উপজেলার বাটইয়া ইউনিয়নের ছুন্নারদীঘি মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, ব্যারিস্টার মওদুদ জনপ্রিয়তা হারিয়েছেন। জনগণ তার সঙ্গে নেই, তাই ককটেল ফাটিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করছেন। মূলত তার দলের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। তিনি নির্বাচনী শোডাউনের নামে আচরণবিধি লঙ্ঘন করেছেন। ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর ইতিহাসে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে এমন নজির নেই। খালেদা জিয়ার দণ্ড মওকুফ করার জন্য মির্জা ফখরুলের দাবি অবান্তর। মন্ত্রী আরও বলেন, এ এলাকায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ জনপ্রিয়তা হারিয়ে আচরণবিধি ভঙ্গ করছেন। তিনি লাঠিসোটা নিয়ে মনোনয়নপত্র জমা দেন। নিজ দলের লোকজনকে দিয়ে বোমা ফাটিয়ে আমাদের ওপর দোষ দেওয়ার চেষ্টা করছেন। পরে ওবায়াদুল কাদের কবিরহাটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাড়িতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য দেন একরামুল করিম চৌধুরী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, আ’লীগ নেতা ডা. এ কে এম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কামাল খানসহ স্থানীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর