সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি অফিসের সামনে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি অফিসের সামনে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত

গতকাল বিএনপির মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ দলের গুলশান কার্যালয়ের সামনে —জয়ীতা রায়

বিএনপির মনোনয়নবঞ্চিতরা গতকালও গুলশান কার্যালয়ে বিক্ষোভ করেছেন। সকাল থেকে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী শেখ মো. আবদুল্লাহ ও কুমিল্লা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী মনজুরুল আহসান মুন্সির কর্মী-সমর্থকরা তাদের নেতাদের মনোনয়নের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিকাল পর্যন্ত তারা গুলশান অফিসের সামনে অবস্থান নিয়ে থাকেন। এই দুই আসনের মধ্যে কুমিল্লা-৪ এ জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন  পেয়েছেন। এদিকে গতকাল তিন আসনে মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের কারণে এসব স্থানে এ পরিবর্তন আনা হয়। আসনগুলোর মধ্যে শেরপুর-২-এ কে এস মোখলেছুর রহমান রিপনের স্থলে সাবেক হুইপ প্রয়াত জাহিদ আলীর ছেলে ফাহিম চৌধুরীকে, ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদীনের পরিবর্তে ডা. মাহবুবুর রহমান লিটনকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৮ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে বাদ দিয়ে জেলা নেতা আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকেও গুলশান কার্যালয়ে দেখা গেছে। তিনি তার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের জন্য কুমিল্লা-৩ আসন চেয়েছিলেন। কিন্তু সেখানে দেওয়া হয়েছে কাজী মুজিবুল হককে। ঐক্যের স্বার্থে সরে গেলাম : ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন দুপুরে ঢাকা-৬ আসনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, আমি বৃহত্তর ঐক্যের স্বার্থে সরে দাঁড়ালাম। তিনি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি এলাকাবাসীকে বলব— সবাই শান্ত থাকুন, এটাই শেষ নয়। দলের জন্য এক হয়ে কাজ করতে হবে। মনির খানের পদত্যাগ : মনোনয়নবঞ্চিত হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল বিকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ থেকে আমি বিএনপির সাধারণ সদস্য থেকে শুরু করে সব দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। আমি একজন কণ্ঠশিল্পী। আবারও শিল্পীজগতেই চলে যাব। ভোলায় নাজিম উদ্দিন আলমকে অবাঞ্ছিত ঘোষণা : ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলমকে বহিরাগত ও বিশ্বাসঘাতক নেতা আখ্যা দিয়ে গতকাল বিকালে তারা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। মণিরামপুরে আড়াইহাজার নেতা-কর্মীর পদত্যাগ : যশোর-৫ (মণিরামপুর) আসনে ২০-দলীয় জোটের জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে প্রার্থী করায় স্থানীয় বিএনপির আড়াই হাজারেরও বেশি নেতা-কর্মী গণপদত্যাগ করেছেন।

তোপের মুখে জাফরুল্লাহ চৌধুরী : গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থানরত মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর অনুসারীদের তোপের মুখে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর