সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দুই জোটের প্রচার - প্রচারণা

টুঙ্গিপাড়া থেকে প্রচারণায় নামছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা শরিফ পাঠ করবেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। বিকালে কোটালীপাড়া আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আজ প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজ নিজ এলাকায় গিয়ে প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। দলীয় প্রতীক পাওয়ার পর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণার কাজে বের হবেন। তবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে রাজবাড়ী ও মানিকগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী দ্বিতীয় সফর শুরু হবে সিলেট হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং জনসভার মধ্য দিয়ে। এ ছাড়া সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী বুধবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী সফর শুরু করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুটি জনসভায় যোগ দেবেন তিনি। এ ছাড়া সড়কপথে কয়েকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গতকাল রাতে এ রিপোর্ট লেখার সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সফরসূচি চূড়ান্ত করতে গতকাল রাতে বৈঠকে বসেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর