মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতা রক্ষার জন্য প্রচারে নামতে হবে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘৩০ ডিসেম্বর ভোট দিতে না পারলে স্বাধীনতা হারিয়ে যাবে। স্বাধীনতা হারিয়ে যাবে আমাদের চোখের সামনে, আর আমরা বসে থাকব, এটা হতে পারে না। স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে নেমে পড়তে  হবে।’ গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত ‘রাজনীতি ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক তালুকদার মনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সচিব এ এইচ এম মোফাজ্জল করীম, মানবাধিকার ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান, ফরিদ উদ্দিন ফরিদ, অমিত আজাদ, আবদুল্লাহ আল মাহমুদ, মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেন বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাই ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারে নেমে পড়ুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক প্রচার করতে হবে দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে। গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে হলে দেশের মালিক জনগণের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। আমাদের মালিকানা ভোগ করার জন্য আমাদের সংঘবদ্ধ হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ গণতন্ত্র ও আইনের শাসনহীন হয়ে পড়েছে। আজকে থেকেই এখান থেকে বেরিয়ে গিয়ে শুরু করুন ‘আমার ভোট আমি দেব, সংবিধান অনুযায়ী দেব।’ যেখানেই থাকেন রাস্তা-ঘাট, পাড়ায়-মহল্লায় নেমে পড়ুন।

সর্বশেষ খবর