মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারি চাকরিতে ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক

সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতায় সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও প্রশাসন) বরাবর প্রেরণ করতে হবে। এই পরিপত্র বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর