মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকা মার্কায় ভোট চাইলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

নৌকা মার্কায় ভোট চাইলেন সাকিব

আওয়ামী লীগ ও মহাজোটের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নামলেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তাদের সঙ্গে শামিল হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানও তরুণ প্রজম্মের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। নির্বাচন উপলক্ষে উন্নয়নের পক্ষে ভোট দিতে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য ‘হ্যাশট্যাগ আই অ্যাম বাংলাদেশ’ বা ‘আমিই বাংলাদেশ’ (#IamBangladesh) প্রচারণা শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘হ্যাশট্যাগ আই অ্যাম বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ও নতুন ভোটারদের কাছে নৌকার পক্ষে ক্রিকেটার সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন ব্যবসায়ী নেতারা। প্রচারণার উদ্যোক্তা হলেন স্থগিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। ব্যাপক সংখ্যক তরণ-তরুণীর অংশগ্রহণে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই সভাপতি নিহাদ কবীর, ঢাকা চেম্বার সভাপতি আবুল কাসেম খান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, অভিনেতা ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক ফরহাদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই দিন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে অনেক কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা ব্যবসায়ীরা গর্বিত। আমরা সেই নেতার পেছনে থাকতে চাই, যিনি মানুষের কথা শোনেন ও মানুষের হৃদয়ের স্পন্দন বোঝেন। বাংলাদেশের জন্য একটি সঠিক নেতৃত্ব দরকার।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান তরুণ নতুন ভোটারদের কাছে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, ৩০ ডিসেম্বর অবশ্যই উন্নয়নের পক্ষে সকাল থেকে ভোট দেবেন। আমরা সবাই জানি, আমরা কাকে ভোট দেব। অবশ্যই আমরা নৌকাকে ভোট দেব। গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের দিনের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, গ্যালারির দর্শকরা কমপক্ষে আট-দশবার নৌকা নৌকা বলে চিৎকার করেছে। আমি নিশ্চিত, সারা দেশের মানুষই এমন কাজ করবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। অভিনেতা ফেরদৌস বলেন, বাংলাদেশে যখন বড় বড় কনসার্ট হয়, তখন রাস্তায় টিকিট হাতে তরুণদের লম্বা লাইন দেখি। গত মাসে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফোক ফেস্টে দেখছি, অনুষ্ঠানে প্রবেশের জন্য লম্বা লাইন। কমপক্ষে এক মাইল তো হবেই। ভোটের দিন সকালে যেন সেই একই দৃশ্য দেখি। তার আগে এক তরুণের প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, পক্ষ এখন একটাই। আমরা সেই পক্ষেই থাকব। আমরা নৌকায় ভোট দেব।

সর্বশেষ খবর