বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উত্তেজনা ভোট প্রচারণায়

নিজস্ব প্রতিবেদক

উত্তেজনা ভোট প্রচারণায়

ঢাকায় গতকাল প্রচারণায় আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী ও বিএনপির মির্জা আব্বাস দম্পতি —বাংলাদেশ প্রতিদিন

গতকাল বিকাল সাড়ে ৩টা। রাজধানীর রামপুরা ব্রিজে সবার হাতে হাতপাখা। মাইকে উচ্চৈঃস্বরে চলছে স্লোগান— ‘নতুন ভোটারের প্রথম ভোট, হাতপাখা মার্কায় হোক’। এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা করেন ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম। ভাটারা থেকে শুরু করে বাড্ডা, রামপুরা, বনশ্রী হয়ে মালিবাগ রেলগেটে গিয়ে শেষ হয় তার বর্ণিল শোভাযাত্রা। একই সময় অন্য পাশে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক মুখর ছিল মিছিল ও স্লোগানে। সেখানে ঢাকা-৬ আসনে মহাজোট প্রার্থী কাজী ফিরোজ রশীদের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পার্টির কর্মীরা। মুহুর্মুহু স্লোগান ছিল— ‘কাজী ফিরোজ রশীদের সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন’। অবশ্য প্রার্থীর এ শোডাউনে তৈরি হয় অসহনীয় যানজট। গতকাল বিকালে সবুজবাগ মডেল স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সেখান থেকে তার সমর্থনে নৌকা প্রতীকের বিশাল মিছিল সিপাহিবাগ, গোড়ান, ছাপড়া মসজিদ, মাদারটেক ওহাব কলোনি, আহমেদবাগ, মুগদা ঝিলপাড়, মুগদা বড় মসজিদ, থানা রোড, ওয়াসা রোড হয়ে মানিকনগর মডেল স্কুলে গিয়ে শেষ হয়। যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠের পুল এলাকা থেকে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। হাবিবুর রহমান মোল্লা নৌকায় ভোট চেয়ে বলেন, ‘এটা আমার শেষ নির্বাচন। অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য শেষবারের মতো সুযোগ দিন।’ ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমের সমর্থনে আজিমপুর গার্লস স্কুলে বর্ধিত সভা করেছে যুবলীগ। এ সময় হাজী সেলিমকে নৌকা উপহার দেন যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। পরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হাজী সেলিম আজিমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসও গতকাল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। এ আসনে নৌকা মার্কার প্রার্থী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে নেওয়ার ঘোষণা দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘যে কোনো প্রয়োজনে রাশেদ খান মেননকে সাহায্য করতেও আমি প্রস্তুত।’ ঢাকা-৯ আসনের প্রার্থী বিএনপির আফরোজা আব্বাসও গতকাল নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। দুপুর ২টার দিকে দক্ষিণ শাহজাহানপুরে কিছু সময় প্রচারণা চালান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। পরে বিকাল ৩টায় শাহবাগ থানার নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মির্জা আব্বাস। এর আগে সকালে শাহজাহানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে পরিবারসসহ সার্বক্ষণিক আতঙ্কে থাকার অভিযোগ করেন তিনি। ঢাকা-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুব্রত চৌধুরীও গতকাল দিনভর ছিলেন প্রচারণায়। শুধু ঢাকা নয়, গতকাল সকাল থেকে সারা দেশ মুখর ছিল নৌকা-ধানের শীষের স্লোগানে। প্রার্থীদের পক্ষে শোডাউন ও নেচে-গেয়ে ভোট প্রার্থনার জমজমাট এক চিত্র দেখা গেছে দেশের সর্বত্র। ফরিদপুরের চাঁদপুর স্কুলমাঠে গতকাল বিকালে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রথম নির্বাচনী জনসভা করেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ফরিদপুরের আর কোনো ছেলেমেয়ে ঢাকায় পড়ালেখা করতে যাবে না। ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হবে। আরও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আগামীতে ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে।’ ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেন বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ও চতুল ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে কমপক্ষে আটটি পথসভা করেন। বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফর ১০টি স্থানে পথসভা করেন। নাটোরের সিংড়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার মধ্যরাতে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে মতবিনিময়ে অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি নৌকা প্রতীকে ভোট চাইলে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান। শুধু আওয়ামী লীগ প্রার্থী নন, সিংড়ায় বসে নেই বিএনপি প্রার্থীও। নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ গতকাল সকালে পৌর শহরের দমদমা এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর ঢল নামে। তারা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ব্যতিক্রমী উঠান বৈঠক করে চমক সৃষ্টি করেছেন ছয়বারের সংসদ সদস্য নৌকার প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। দুই উপজেলায় মন্ত্রী ৪০০ উঠান বৈঠক করে সবার নজর কেড়েছেন। ওইসব বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেষের দুই মেয়াদে রাস্তা পাকা, কলেজ, স্কুল, মাদ্রাসা, হাটবাজার, ঈদগাহ মাঠ, কবরস্থান, মসজিদ, শ্মশানঘাট, মন্দির ও গির্জার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, ‘আমি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে নিজ পেশা ব্যবসার পাশাপাশি কুষ্টিয়াবাসীর নাগরিক অধিকার ও সেবা করে যেতে চাই।’ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ প্রার্থী উপাধ্যক্ষ আবদুস শহীদকে ষষ্ঠবারের মতো বিজয়ী করতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন দুই উপজেলার আওয়ামী লীগ কর্মীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্নভাবে তুলে ধরছেন সরকারের গত ১০ বছরের উন্নয়নচিত্র। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্মমহাসচিব বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের পক্ষে স্লোগান দেন নেতা-কর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান খোকা। আর আসনটি পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চান আজহারুল ইসলাম মান্নান। চট্টগ্রাম নগরের নির্বাচনী মাঠও সরগরম। গতকাল সকালে হালিশহর ছোটপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফও গতকাল থেকে মাঠে নেমেছেন। চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী আফছারুল আমীনও সকাল ৮টায় মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী মাঠে নেমেছেন। এরপর তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ হান্নান, এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এম এ মান্নান, ইসহাক চৌধুরীর কবর জিয়ারত করেন। চট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমানও গতকাল বেলা সাড়ে ১১টায় শাহসুফি আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল সকালে শাহসুফি আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণাকার্যে নওফেলের সঙ্গে ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী। এ আসনে নওফেল মাঠে নামলেও নির্বাচনী প্রচারণায় নামতে পারেননি কারান্তরিন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তবে তার পক্ষে নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম, কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির সহ-প্রচার সম্পাদক ইদ্রিস আলী, ডা. শাহাদাতের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরীর নেতৃত্বে একদল কর্মীবাহিনী উঠান বৈঠকসহ নতুন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। রাজশাহী সদর আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা গতকাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনিও নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাাশিয়াডাঙ্গা থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণা। তার সঙ্গে ছিলেন নগর বিএনপি সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম চারঘাট বাজার থেকে প্রচারণা শুরু করেন। বানেশ্বর বাজার থেকে প্রচারণা শুরু করেন রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী নাদিম মোস্তফা। রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক হিমাগার চত্বরে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক উপজেলার বাদৈর ও মূলগ্রাম ইউনিয়ন প্রচারাভিযান ও গণসংযোগ শুরু করেন। তিনি বাদৈরে পথসভা শেষে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী, নিমবাড়ীসহ বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট চান। বরিশালে গতকাল আদালত চত্বরে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের এ কে এম মুর্তজা আবেদীন। সদর আসনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার গতকাল বেলা ১১টায় আদালত চত্বরসহ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গণসংযোগ করেন। ঢাকায় অবস্থান করায় গতকাল দিনের প্রথম ভাগে প্রচারণায় অংশ নিতে পারেননি সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী সোমবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া হাইস্কুল চত্বরে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে তিনি হাটমাধবপুরে আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত অফিসের উদ্বোধন ও গণসংযোগ করেন। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে শ্বশুর-শাশুড়ির কবর (স্বামী সাংবাদিক বজলুর রশিদের মা-বাবা) জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। বানেশ্বরদী ইউনিয়নে ৬টি ও চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি পথসভা ও আলোচনা সভায় অংশ নেন মতিয়া চৌধুরী। নীলফামারী-২ (সদর) আসনে গতকাল বিকালে খাজা সৈয়দ পীর মীর মহিউদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর।

ইসলামী আন্দোলনের গণসংযোগ উদ্বোধন করলেন পীর চরমোনাই : গতকাল বেলা ১১টায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে দোয়ার মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত গন্তব্য ও সংঘাতের দিকে ঠেলে দেবেন না। নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখনো সামান্যতম সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। তাই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মাধ্যমে খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন।’ এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রহমান গতকাল গণসংযোগ করেন।

আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রচারণায় বাবলা : লাঙ্গল প্রতীক হাতে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল দুপুরে তিনি ধোলাইপাড়, মীরহাজিরবাগ ও জুরাইনে ব্যাপক গণসংযোগ করেন। পরে পোস্তগোলা রেলগেট চত্বরে এক পথসভায় বক্তব্য দেন বাবলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর