বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রশাসন যা শুরু করেছে টেকাই অসম্ভব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রশাসন যা শুরু করেছে টেকাই অসম্ভব

সরকার এবং নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের যে ওয়াদা করেছিল, তা মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান। প্রশাসন যে কার্যক্রম শুরু করেছে তাতে নির্বাচনে টিকে থাকাই অসম্ভব হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল তার নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচার শুরুর দিনেই এ অভিযোগ করেন তিনি। বেলা ১২টায় শাহ আমানত (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন নোমান। তিনি এ সময় বলেন, ‘গতকাল রাত থেকে এ পর্যন্ত তার এলাকার ১০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গণহারে গ্রেফতার চলছে বিভিন্ন এলাকায়। তাদের পাওয়া না গেলে পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।’ পুলিশ প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে কোনো সমাধান মেলেনি উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের যে ওয়াদা করেছিল তার বরখেলাপ করা হচ্ছে।’ সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ তৈরি করুন। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনাদের দায়ী থাকতে হবে।’ মাজার জিয়ারতের পর আবদুল্লাহ আল নোমান দুপুরে নগরীর ওয়াসা মোড়ের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

সর্বশেষ খবর