বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির নির্যাতনের কথা মানুষ ভোলেনি

ভোলা প্রতিনিধি

বিএনপির নির্যাতনের কথা মানুষ ভোলেনি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ভোলাসহ দেশব্যাপী যে লুটপাট, হত্যা, নির্যাতন ও ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল মানুষ তা আজও ভোলেনি। তাই আগামী ৩০ তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে মানুষ বিএনপি আমলের সেই অত্যাচার-নির্যাতনের জবাব দেবে। গতকাল দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলার গাজীপুর রোডের নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, আমরা গত তিন মাস ধরে ভোটারদের বাড়ি গিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। উঠান বৈঠক, পথসভা, কর্মী সমাবেশসহ নানাভাবে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা চলছে। অথচ বিএনপির কোনো কর্মকাণ্ড নেই। তাদের কেউ এলাকায় নেই। প্রার্থীরা মানুষের কাছে যাচ্ছে না। এলাকার উন্নয়নের প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, গত ১০ বছর নদী ভাঙন রোধে ব্লকবাধ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও স্কুল কলেজ ভবন নির্মাণসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। ভোলার গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রামে এখান আর কোনো কাঁচা রাস্তা নেই। গ্রামগুলো সব শহরে পরিণত করা হয়েছে। বাংলাবাজারকে একটি আধুনিক উপশহরে রূপান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর