শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতা দুলু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা দুলু গ্রেফতার

রাজধানীর গুলশান থেকে সাবেক ভূমি উপমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে গুলশান-২ এর ৭৭ নম্বর রোডের ১ নম্বর বাসা থেকে দুলুকে গ্রেফতার করা হয়। শেরেবাংলা নগর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মো. মাসুদুর রহমান। এদিকে, গতকাল সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুলুকে হাজির করে পুলিশ। পরে উভয়পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান। এর আগে, গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে রোদেলা বলেন, গুলশানের বাসা থেকে ৬-৭ জন অস্ত্রধারী তার বাবাকে ধরে নিয়ে যায়। তারা সিভিল পোশাকে ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে দুলু প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু আপিলেও টেকেনি মনোনয়ন। শেষে প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টের দ্বারস্থ হন বিএনপির এই প্রার্থী। সোমবার হাই কোর্ট তার প্রার্থিতা ফিরিয়ে দেয়। তবে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের এক আদেশে দুলুর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর