শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুরনো মদ, আবির্ভূত নতুন বোতলে

নিজস্ব প্রতিবেদক

পুরনো মদ, আবির্ভূত নতুন বোতলে

স্বাধীনতাবিরোধীদের ছদ্মবেশধারী নতুন প্রজন্ম মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির  যুগ্ম-সম্পাদক তাজিন আজিজ চৌধুরী প্রমুখ। উপাচার্য বলেন, বিজয়ের এই মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন। এ বছরের শহীদ বুদ্ধিজীবী দিবস এ কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচনে পাকিস্তানের দোসর, স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তি নতুন পরিচয়ে, ছদ্মবেশে আত্মপ্রকাশ করছে। আজ ‘পুরান মদ নতুন বোতলে’ আবির্ভূত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কতগুলো দল বা গোষ্ঠী তৈরি হয়েছে, যাদের মধ্যে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা যুক্ত হয়ে বিজয়ের এই মাসকে কলঙ্কিত করছে। নতুন প্রজন্ম তাদের এই অবয়ব মেনে নেবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. এনামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী গিয়াস উদ্দিন আহমেদের বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়  মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর