রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের দুঃখ প্রকাশ, দেখা করতে চান রাষ্ট্রপতির সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধীদের নিয়ে প্রশ্ন করায় শুক্রবার সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

গতকাল সকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, হঠাৎ করেই তার কাছে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি তত্ক্ষণাৎ সবিনয়ে জানান, এই দিনে এখানে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সাংবাদিক আবারও একই প্রশ্ন করলে তিনি একই মনোভাব প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, দুবার এ বিষয়ে প্রশ্ন শুনতে না চাইলেও তৃতীয়বার ভিড়ের মধ্য থেকে অনবরত ‘জামায়াত জামায়াত’ শব্দ শুনতে পাই। তখন আমার খুবই খারাপ লেগেছিল এবং আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ড. কামাল বলেন, ‘আমি সারা জীবন সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থেকেছি। আশা করি, জাতির শ্রেষ্ঠ সন্তানরা তাদের জীবনের বিনিময়ে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা আমরা সবাই মিলে গড়তে সক্ষম হব।’ রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ঐক্যফ্রন্ট : নির্বাচনী প্রচার চলার মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ঐক্যফ্রন্ট নেতাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ১৭ ডিসেম্বর দেখা করতে চান জানিয়ে তার ব্যবস্থ করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। বিএনপির প্যাডে লেখা বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি ১৩ ডিসেম্বর বঙ্গভবনে পাঠানো হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন।

সর্বশেষ খবর