রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ড. কামালের আচরণ বেপরোয়া ড্রাইভারের মতো

জমির বেগ, ফেনী

ড. কামালের আচরণ বেপরোয়া ড্রাইভারের মতো

সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার দেখে বেপরোয়া ড্রাইভারের মতো ড. কামাল বেপরোয়া আচরণ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন সারা দেশেই আজকে নৌকার পক্ষে গণজোয়ার। এই জোয়ার দেখেই ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। এজন্যই কামাল হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আইনবিদ তার মুখেও বেসামাল কথা। তার মুখেও সাংবাদিকদের ‘খামোশ’ বলে যে দম্ভোক্তি করলেন এতেই প্রমাণ হয় মানুষের শক্তি যত কমে আসে তার মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালী যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় গতকাল দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, তারা দুর্বল হয়ে পড়ছে, সেজন্য তাদের মুখের বিষ উগ্র হয়ে পড়ছে। শক্তি কমলে মুখের বিষ উগ্র হয়। বিএনপি নেতাদের, ঐক্যফ্রন্ট নেতাদের আচার-আচরণে প্রমাণ হচ্ছে তারা দুর্বল হয়ে পড়ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চাই না তারা নির্বাচন থেকে সরে দাঁড়াক। তবে তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ ধানের শীষের পক্ষে নেই। ধানের শীষের এখন গণভাটা আর নৌকার গণজোয়ার। তিনি বলেন, ভাবতেও অভাব লাগে ড. কামাল হোসেন এত নিচে নামতে পারেন। সাংবাদিকদের ‘খামোশ’ বলে যে অপমান করেছেন ড. কামাল তার মাধ্যমে তিনি পুরনো পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন। তিনি তার স্বরূপ ঢাকতে পারেননি। যিনি এত নীতি-নৈতিকতার কথা বলেন, নষ্ট রাজনীতির কথা বলেন, শুক্রবার তিনি প্রমাণ করেছেন তিনিই বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা। এ সময় ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বা বিএনপির সঙ্গে শতকরা ১০ জন লোকও নেই। আওয়ামী লীগের সঙ্গে ৯০ শতাংশ লোক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিএনপি নিজেরাই দায়ী। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর