মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দুই দলের ইশতেহার আজ

প্রধানমন্ত্রীর ঘোষণায় থাকবে আগামী দিনের বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার আজ ঘোষণা করবে আওয়ামী লীগ। দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইশতেহার তুলে ধরবেন। এতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা যায়, এবারের ইশতেহারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’। এতে ২১টি বিশেষ অঙ্গীকার করা হয়েছে। এসব অঙ্গীকারের মধ্যে দুটি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আমার গ্রাম-আমার শহর, শিরোনামে অঙ্গীকারে প্রতিটি গ্রামে আধুনিক নগরসুবিধা পৌঁছে দেওয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। ২. তারুণ্যের শক্তি—বাংলাদেশের সমৃদ্ধি এই শিরোনামে করা অঙ্গীকারে তরুণ ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের নিশ্চয়তার কথা বলা হয়েছে। এবারের ইশতেহারে সরকারের গত দুই মেয়াদের সাফল্য তুলে ধরে আগামীর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২১, ২০৩০, ২০৪০, ২০৭১ এবং ২১০০ এরকম কয়েকটি ধাপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এবারের ইশতেহারের অন্যতম দিক বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা, ব্লু ইকোনমি ও তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা। ডেল্টা প্ল্যান আগামী ২১০০ সালে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে ইশতেহার ঘোষণার কাজ শুরু হবে। এরপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। ১১টা ১০ মিনিটে আওয়ামী লীগের নির্বাচনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এবারের ইশতেহার কমিটির আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক। তার নেতৃত্বে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইশতেহার তৈরি করেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, এই ইশতেহার হবে সমৃদ্ধশালী বাংলাদেশের রোডম্যাপ।

সর্বশেষ খবর