মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফখরুল জানাবেন বর্তমান বাস্তব যত ইস্যু, ভিশন ২০৩০

নিজস্ব প্রতিবেদক

ভিশন-২০৩০ সামনে রেখে আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার দেবে বিএনপি। বেলা ১১টায় রাজধানীর হোটেল লেকশোরে দলের পক্ষে এ ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের সঙ্গে অনেকাংশেই মিল থাকবে বিএনপির ঘোষণাপত্রে। জানা গেছে, বর্তমান বাস্তব ইস্যুগুলোকে সামনে রেখেই ইশতেহার তৈরি করা হয়েছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০’ শিরোনামে যে পরিকল্পনা তুলে ধরেছিলেন, তার আলোকেই বিএনপির এবার নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে। এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য তারুণ্য ভাবনা-২০১৮ নামে পৃথক আরেকটি ইশতেহার দেওয়া হবে। বিশেষ করে তরুণদের সামপ্রতিককালের দাবি কোটা সংস্কার করা, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া বেকারদের জন্য ভাতা, প্রতিহিংসামূলক রাজনীতির অবসানসহ বিভিন্ন বিষয় থাকবে বিএনপির ইশতেহারে। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির  চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’  ঘোষণা করেন। বিএনপির দায়িত্বপ্রাপ্ত এক নেতা জানান, সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের উচ্চ কক্ষ সৃষ্টি করা, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ বাতিল করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে কোনো কোটা না থাকা, সব মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা দিয়ে এর সঠিক তালিকা প্রণয়ন এবং শহীদ পরিবাদের ভাতা বৃদ্ধি করা, ব্যাংকিং কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, শিক্ষাখাতে জিডিপির ৫ ভাগ বরাদ্দ, ভিওআইপি ব্যবস্থা উন্মুক্ত করা, জাতীয় ভাবধারার পরিপন্থী অপসংস্কৃতিকে নিরুৎসাহিত করাসহ আরও বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকবে বিএনপির ইশতেহারে।

সর্বশেষ খবর