বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আশরাফের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

আশরাফের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৈয়দ আশরাফ আজ অসুস্থ। সবার কাছে তার জন্য দোয়া চাই। তার নির্বাচনকে নিজেদের নির্বাচন মনে করে আপনারা করে দিবেন। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, আপনারা সবাইকে নিয়ে আশরাফের পক্ষে কাজ করবেন। গতকাল বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে এসব কথা বলেন। শেখ হাসিনা ১/১১-এর সময় সৈয়দ আশরাফের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, কিশোরগঞ্জবাসী সব সময় নৌকায় ভোট দিয়ে আসছেন। আগামী নির্বাচনেও আপনারা নৌকায় ভোট দিবেন, যাতে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে পারি। কিশোরগঞ্জের ১০টি উপজেলায় বিদ্যুৎ দিয়েছি। আরও তিনটি উপজেলায়ও ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। কিশোরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। হাওরের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছি। মিঠামইনে সেনাবাহিনীর একটি ক্যাম্প হচ্ছে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী আফজাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ছয়টি আসনে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করতে কিশোরগঞ্জবাসীর ভোট চান।

সর্বশেষ খবর