রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশি-বিদেশি ২৬ হাজার পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক

দেশি-বিদেশি মিলিয়ে ২৬ হাজারের বেশি পর্যবেক্ষক থাকছেন আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে। এর মধ্যে ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি থাকবেন রাজধানীসহ সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে। এ ছাড়া বিদেশি সংস্থার ৩৮ জন (ফেমবোসা, এএইএ, ওআইসি ও কমনওয়েলথ থেকে আমন্ত্রিত) বিদেশি পর্যবেক্ষক থাকবেন। এর বাইরে বিভিন্ন বিদেশি মিশনের ৬৪ জন কর্মকর্তা এবারের ভোট পর্যবেক্ষণে থাকছেন। দূতাবাস ও বিদেশি সংস্থায় কর্মরত আরও ৬১ জন বাংলাদেশিও নজর রাখবেন জাতীয় নির্বাচনের দিকে।

সর্বশেষ খবর