বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতাদের অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। গতকালও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, কাতারের আমির, প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, প্যালেস্টাইনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এ ছাড়া ভারতের মেঘালয় রাজ্যের গভর্নর তথাগত রায় আওয়ামী লীগের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। গতকাল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্যে আছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং, নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রাষ্ট্র ও সরকারপ্রধানদের কেউ টেলিফোনে, আবার কেউ বার্তা পাঠিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ব নেতারা শেখ হাসিনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি ও জোরদার হবে বলে শুভেচ্ছাবার্তায় আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর