বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৪৭ বছরে সবচেয়ে অস্বচ্ছ ভোট

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

৪৭ বছরে সবচেয়ে অস্বচ্ছ ভোট

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৪৭ বছরের মধ্যে সবচেয়ে অস্বচ্ছ ও অগ্রহণযোগ্য নির্বাচন। মুক্তিযুদ্ধের কথা বলে ভোট চুরি ও ডাকাতি করেছে আওয়ামী লীগ। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে জাতীয় ঐক্য গড়ে তীব্র আন্দোলনের ঘোষণা দেন তিনি।

গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পীর চরমোনাই। এ সময় দলের মহাসচিব ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, র‌্যাবের পাহারায় ভোট ডাকাতির মহোৎসব হয়েছে; অবিলম্বে এ ভোট বাতিল করতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে আমরাসহ বেশিরভাগ রাজনৈতিক দল বলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমার ওপর আস্থা রাখুন।’ কারচুপি হবে জেনেও গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু সরকার এবারের নির্বাচনে ন্যূনতম শালীনতা বজায় রাখেনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ তথা মহাজোটের অধীনে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল শতভাগ নিয়ন্ত্রিত। এ নির্বাচনে নজীরবিহীন কারচুপি হয়েছে। এ ছাড়া জালভোটের ছড়াছড়িসহ ভোট ডাকাতির মহোৎসব ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর