শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কঠিন বাস্তবতা মেনে নিন

নিজস্ব প্রতিবেদক

কঠিন বাস্তবতা মেনে নিন

ড. কামালকে নাজমুল হুদা

জাতীয় ঐক্যফ্রন্টকে ‘কঠিন বাস্তবতা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কঠিন বাস্তবতা মেনে নিন। যে আন্দোলন গড়ে তুলতে পারবেন না, সে আন্দোলনের ডাক দিয়ে জাতিকে সংঘাত বা সংঘর্ষের দিকে নিয়ে যাওয়া হবে চরমভাবে আত্মঘাতী। বরং জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করে যে মূল্যবান অবদান আপনি গণতন্ত্রের ইতিহাসে রেখেছেন তা সুসংহত রাখতে সহযোগিতা করুন। সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর পাশে থাকুন।’ তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার হুদা বলেন, ‘বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রয়াসকে সক্রিয়ভাবে সাহায্য করুন। দেশে আইনের শাসন সমুন্নত রাখতে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আপনিও কার্যকর ভূমিকা পালন করুন। প্রশাসনকে নির্দলীয় ও নিরপেক্ষ রাখতে সর্বোপরি দেশে একটি মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে আপনার মূল্যবান অবদান সংসদে আপনার প্রতিনিধিদের মাধ্যমে রাখবেন-আপনার কাছে জাতির এটাই প্রত্যাশা।’

নৌকার অবিস্মরণীয় বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী যা চেয়েছেন তার সবই তিনি পেয়েছেন। তার আর চাওয়া পাওয়ার কিছুই নেই কিন্তু দেবার আছে সব কিছুই।’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিষ্টার হুদা বলেন, ‘সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নয় বরং ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের নিয়ে একটি শক্তিশালী বিরোধী শিবিরে অবস্থান নেওয়াটাই জাতীয় পার্টির সিদ্ধান্ত হওয়া উচিত। যা হবে দেশের জন্য কল্যাণকর ও মঙ্গলজনক।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর