শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

নতুন এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেখ হাসিনার

ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গতকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বাসস

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের এক দিন পর গতকাল সকালে তাঁদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। প্রথমে ফুল দেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা। পরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সংসদ সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও ড. মহীউদ্দীন খান আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক ও রমেশ চন্দ্র সেন; ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিফ হইপ আ স ম ফিরোজ, দলের যুগ্মসম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের নবনির্বাচিত অন্য সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়া আওয়ামী লীগ এবং অন্যান্য দলের সংসদ সদস্যরা গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের তিন দিন পরই তারা শপথ নিলেন। শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

সর্বশেষ খবর