শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নিরঙ্কুশ জয়

আওয়ামী লীগের মহাসমাবেশ ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে বিজয় উদযাপনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সমাবেশ। নির্বাচনের জয় উদযাপনেই কর্মী সমর্থকদের একসঙ্গে জড়ো করার এই উদ্যোগ। মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ৩০ ডিসেম্বর এ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি। বিপুল এই জয়ে টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী সোমবার শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর নেতা-কর্মীদের আনন্দের আতিশয্যে ‘বাড়াবাড়ি’ না করার আহ্বান জানানো হয়েছিল দলের শীর্ষ পর্যায় থেকে। এবার মহাসমাবেশ করে সেই বিজয় উদযাপন করবে গত এক দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা দলটি।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মহাসমাবেশকে সফল করতে সব সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ শনিবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকম লীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ওবায়দুল কাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর