শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাঁদছে কিশোরগঞ্জ প্রিয় নেতার জন্য

কিশোরগঞ্জ প্রতিনিধি

পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যে নেতাকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল কিশোরগঞ্জবাসী, সেখানে হঠাৎ ছন্দপতন ঘটল। সেই নেতার মৃত্যু সংবাদে বিষাদের কালো ছায়া নেমে এসেছে। সৎ, পরিচ্ছন্ন, দক্ষ রাজনীতিবিদ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীসহ অনেকেই রাতে ভিড় করেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। তাদের চোখে পানি, চেহারায় বিষাদের ছায়া। সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, যেখানে আমরা আশরাফ ভাইকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলাম, সেখানে তার মৃত্যু সংবাদে আমরা মর্মাহত, ব্যথিত। তার মতো সৎ, নির্লোভ, নির্মোহ চিত্তের মানুষ আর হবে না। যুবলীগ কর্মী তৌফিকুল হক অনু আবেগতাড়িত হয়ে বলেন, আমি আমার হায়াতের বিনিময়ে আশরাফ ভাইয়ের জীবন ভিক্ষা চেয়েছিলাম। তা আর হলো না। কিশোরগঞ্জ জেলা হোটেল-রেস্তোরাঁ সুইটমিট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক অজয় সরকার বলেন, আশরাফ ভাই নিজের জন্য বা স্বজনদের জন্য কিছু করেননি। যা করেছেন, দেশের জন্য, মানুষের জন্য। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, সৈয়দ আশরাফ সাহেব দল-মতের ঊর্ধ্বে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আশরাফ সাহেব প্রতিহিংসা পরায়ণ রাজনীতিবিদ ছিলেন না। সবার প্রতি ছিল তার সহমর্মিতা। তার মৃত্যুতে কিশোরগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল বলেন, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ভালো মানুষের মৃত্যু নেই। তার কীর্তিই তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মী-সমর্থকরাই নন, সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে। সবার একটাই কথা, সৈয়দ আশরাফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর