রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তৃণমূলের হতাশা কাটাতে চাই গঠনমূলক কর্মসূচি

অধ্যাপক এস এম এ ফায়েজ

তৃণমূলের হতাশা কাটাতে চাই গঠনমূলক কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবেই হোক পরাজয়ের পর বিএনপির তৃণমূলের এখন সুসংগঠিত হওয়া জরুরি। তৃণমূলের নেতা-কর্মীদের হতাশা কাটাতে গঠনমূলক কর্মসূচি দিয়ে সামনে পথ চলতে হবে। নেতা-কর্মীরা যাতে উজ্জীবিত হন, প্রাণ ফিরে পান- এমন কিছু গঠনমূলক কর্মসূচি দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে কোনোভাবেই হিংসাত্মক বা ধ্বংসাত্মক কর্মসূচিতে যাওয়া ঠিক হবে না। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। এ মুহূর্তে দলের কী করা উচিত তা নিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক। তিনি বলেন, জনগণ কী চায় সে ব্যাপারেও বিএনপিকে গুরুত্ব দিতে হবে। তাদের মতামতকে কিংবা তাদের দাবিকেই গুরুত্ব দিতে হবে বিএনপির শীর্ষ নেতাদের। কোনোভাবেই নেতা-কর্মীরা যেন হতাশাবোধে না ভোগেন সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলার খড়্গ ঝুলছে। এসব বিষয়েও দলের কেন্দ্রীয় নেতৃত্বকে খেয়াল রাখতে হবে। তাদের আইনি সহায়তা দিয়ে জামিন করাতে হবে। মাঠের নেতা-কর্মীদের মুক্তভাবে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিতে হবে। অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, দলকে সুসংগঠিত করতে কী করণীয় তা নিয়ে বিএনপির হাইকমান্ডকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যদি দলকে পুনর্গঠন করা দরকার হয়, তা-ই করা উচিত। বিএনপি যে বলছে, সদ্য সমাপ্ত নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি সে দাবির যৌক্তিকতা নিয়েও জনগণের কাছে যেতে হবে।

সর্বশেষ খবর