রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গুটি কজন নিয়েই সংসদে প্রতিবাদের ঝড় তুলুন

ডা. জাফরুল্লাহ চৌধুরী

গুটি কজন নিয়েই সংসদে প্রতিবাদের ঝড় তুলুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া এমপিদের শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মতে, ‘ছোট প্রতিনিধি দল হলেও সমস্যা নেই। সংসদে প্রতিবাদের ঝড় তুলতে বেশি সদস্য দরকার হয় না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাত সদস্যকেই সংসদে যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এতে তারা সংসদের ভিতরে প্রতিবাদ করবেন। নির্বাচনের অনিয়ম নিয়ে সংসদের বাইরেও বিএনপি জনগণকে নিয়ে আন্দোলন করতে পারে।’

বিএনপির সামনে কী করা উচিত- এ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে টেলিফোনে জানতে চাওয়া হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে। তিনি সাফ জবাব দেন, অনিয়মের বিরুদ্ধে জনগণকে নিয়ে বিএনপির আন্দোলন চালিয়ে যেতে হবে। তা সংসদেও করতে হবে, বাইরেও করতে হবে। এ ছাড়া ৩০০ সংসদীয় আসনে নির্বাচন কমিশন গঠিত ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করা উচিত ধানের শীষের প্রার্থীদের। প্রতিটি ভোট কেন্দ্রে যে অনিয়ম হয়েছে তাও তুলে আনতে হবে। তিনি বলেন, বিএনপির সামনে আরেকটি বড় কাজ আছে। তা হলো, শিগগিরই দলের কাউন্সিল করা উচিত। দলকে নতুনভাবে সাজাতে হবে। এ জন্য নির্বাচিত স্থায়ী কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করতে হবে। সব কমিটিই করতে হবে নির্বাচিতদের নিয়ে, মনোনীতদের নিয়ে নয়। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে জামায়াত থাকা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ নিয়ে বিএনপির স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি, জামায়াতকে ছেড়ে দেওয়াই উচিত। জামায়াতের হাতে ধানের শীষ প্রতীক দেওয়াই ঠিক হয়নি। তবে জামায়াত যদি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, সেটা ভিন্ন কথা।’

সর্বশেষ খবর