সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

বিরোধী দলের নেতার পদমর্যাদা চান উপ-প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদে এমপি হিসেবে গতকাল শপথ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানান, বিরোধী দলের নেতার পদকে উপ-প্রধানমন্ত্রী ও বিরোধী দলের চিফ হুইপের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য নতুন আইন করতে স্পিকারের কাছে অনুরোধ জানাবেন। সংসদ ভবনে গতকাল দুপুরে রংপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এরশাদ। এর আগে ঢাকা সিএমএইচ থেকে হুইল চেয়ারে বসে সংসদ ভবনে পৌঁছেন এরশাদ। শপথ গ্রহণের পর হুইল চেয়ারে বসেই জাতীয় পার্টির চেয়ারম্যান সরাসরি সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে যান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার তিনি শপথ নিতে পারেননি। তবে ওই দিন জাপার ২১ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এর আগে গত শুক্রবার পার্টি চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা করেন- একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং সরকারের কোনো মন্ত্রিত্ব নেবে না। এ ছাড়া দলীয় প্রধান হিসেবে পদাধিকারবলে তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের বিষয়ে স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন। স্পিকারের কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদকে এমপি হিসেবে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন, ফখরুল ইমাম, ডা. মো. রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান মিসবাহ এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রেখে সংসদকে প্রাণবন্ত করার চেষ্টা করবে। দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি বিরোধী দলে থাকলেও ‘ঐকমত্যের সরকারে’ও তাদের প্রতিনিধিত্ব ছিল। বিরোধীদলীয় নেতা ছিলেন এরশাদের স্ত্রী পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ছিলেন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

একাদশ সংসদে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করলে ২৮ বছর পর তিনিই হবেন আবার প্রথম পুরুষ বিরোধীদলীয় নেতা। পঞ্চম সংসদ থেকে দশম সংসদ পর্যন্ত প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। সর্বশেষ চতুর্থ সংসদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি আ স ম রব বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর