মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজই দফতরে যাবেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারের মন্ত্রীরা আজই সচিবালয়ে নিজ নিজ দফতরে অফিস করবেন। তার আগে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সকালে প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মন্ত্রণালয়ে যাবেন। এরই মধ্যে গতকালই পুরনোরা তাদের দায়িত্ব ছেড়ে চলে গেছেন। তবে বিদায়ী মন্ত্রিসভার কেউ কেউ আজ মন্ত্রণালয়ে এসে নতুনদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে। এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে আজ সকাল থেকে প্রস্তুত থাকবে সচিবালয়ে অবস্থিত প্রায় সব মন্ত্রণালয়। প্রসঙ্গত, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় বারের সরকার গঠন করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। যাতে মন্ত্রিসভার সব সদস্যই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় নেওয়া হয়েছে তিনজনকে।

সর্বশেষ খবর