মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রিসভায় নেই কেন ব্যাখ্যা চাওয়া হবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

১৪ দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান  মেনন। তিনি বলেছেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার নিয়ে। কিন্তু শরিকদের বিষয়টি বিবেচনায়  নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ব্যাখ্যাও হয়তো চাওয়া হতে পারে।’ গতকাল সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেনন গণমাধ্যমকে বলেন, ‘১৪ দলের সমন্বয়কের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, কেন মন্ত্রিসভায় রাখা হলো না।’ মন্ত্রিসভার আকার শিগগিরই বড় করা হলে ১৪ দলের শরিকদের রাখা হবে কিনা- জানতে চাইলে মেনন বলেন, ‘সেটা তো অপমান করা। আমার মনে হয় এক দেড় বছরের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে না।’ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘নতুনরা ভালো করবেন।’

সর্বশেষ খবর