শিরোনাম
মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খালেদার দেখা পাচ্ছেন না আত্মীয়স্বজনরা

নিজস্ব প্রতিবেদক

খালেদার দেখা পাচ্ছেন না আত্মীয়স্বজনরা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে ২২ দিন ধরে আত্মীয়স্বজনসহ কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারাকর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, কারাবিধি অনুযায়ী সাত দিন পরপর বন্দীদের সঙ্গে সাক্ষাতের নিয়ম রয়েছে। অথচ খালেদা জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারাকর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। এটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। সংসদ নির্বাচনের পর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, গত পরশু (শনিবার) ‘মিথ্যে মামলায়’ হাজিরা দিতে গেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদসহ ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে প্রধান আসামি করে ১ হাজার ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে আবারও চারটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর