বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দায়িত্ব নিয়ে কাজ শুরু মন্ত্রীদের

সুবিচার নিশ্চিত করা চ্যালেঞ্জ : আনিসুল, নাশকতা কঠোর হাতে দমন : কামাল, ভুঁইফোড় অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা : হাছান, প্রশ্নফাঁস চ্যালেঞ্জ : দীপু মনি, গ্রামে শহরের সুবিধা : তাজুল, অঞ্চলভিত্তিক সম্ভাবনা কাজে লাগাব : টিপু, অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব : বিপু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা গতকাল দুপুরের পর সচিবালয়ে নিজ নিজ দফতরে কাজে যোগ দিয়েছেন। প্রথম দিনই তারা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত এবং মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও।

মন্ত্রণালয়ে যোগ দিয়েই আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ হবে সুবিচার নিশ্চিত করা। সুষ্ঠু বিচার নিশ্চিত করা।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করা।’ প্রশ্ন ফাঁসকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এটি মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যমকে মোকাবিলা করা হবে।’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে।’ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার চালকল মালিক ও চাল ব্যবসায়ীর সঙ্গে আগামীকাল বৈঠক করবেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন বলেই এ মন্ত্রণালয়ে আবার আমাকে পাঠিয়েছেন। এ আস্থার মর্যাদা রাখতে হবে। এবার সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’ পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন বলেছেন, ‘বর্তমানে পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

সুবিচার নিশ্চিত করা চ্যালেঞ্জ : দুপুরে সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে স্বাগত জানান আইনমন্ত্রী আনিসুল হককে। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হবে সুবিচার নিশ্চিত করা। সুষ্ঠু বিচার নিশ্চিত করা। তবে আমাদের কিছু সমস্যা আছে। সেগুলো আমরা নির্ধারণ করে সমাধানের চেষ্টা করব।’ তিনি বলেন, ‘গতবারের অভিজ্ঞতার আলোকে অসম্পাদিত কাজগুলো এগিয়ে নিতে চাই।’

জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাান খান কামাল বলেন, ‘আমরা আগেও জঙ্গিবাদকে মাথা চাড়া দিতে দিইনি, আগামী দিনেও তা হতে দেব না। একইভাবে আমরা মাদকের বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যে কোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি।’ গতকাল সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাস প্রতিরোধে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে।’

প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলা করতে হবে। আমরা সমালোচনাকে গুরুত্বসহকারে নেব।’ তিনি বলেন, ‘জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। আমরা তা পূরণের চেষ্টা করব।’ দীপু মনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করা অন্যতম। এ চ্যালেঞ্জ সারা বিশ্বে আছে। সেগুলোর জন্য আমরা কাজ করে যাব।’ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা নয় দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

ভুঁইফোড় অনলাইন মোকাবিলা করা হবে : প্রথম দিন সচিবালয়ের নিজ দফতরে গিয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনেক ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্রহননের ঘটনাও ঘটে। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোয় ব্যাপক হারে ইন্টারনেট গ্রাহক বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমগুলোর জনপ্রিয়তাও বেড়েছে। এ সুযোগে তৈরি হয়েছে অনেক ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম, যারা ফেসবুকে বিভিন্ন “মনগড়া” খবরও ছড়াচ্ছে।’ তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় সম্মিলিতভাবে এসব ভুঁইফোড় অনলাইনকে মোকাবিলা করা হবে।’

শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া হবে : গতকাল মন্ত্রণালয়ে যোগ দিয়েই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী পাঁচ বছর দেশের অবকাঠামো খাতে উন্নয়নে চমক থাকবে। দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশ সুষম উন্নয়নের ছোঁয়া পাবে। আমরা দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ জনপদে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছি। সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির প্রতি “জিরো টলারেন্স” নীতিতে আমরা কাজ করব।’

আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কাজ করবে তার মন্ত্রণালয়। গতকাল বাণিজ্য মেলার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নতুন কর্মসংস্থান তৈরি, বিদেশি বিনিয়োগ বাড়ানোসহ সব জায়গায় কাজ করতে চাই। ময়মনসিংহে মাছ উদ্বৃত্ত আছে। সেখানে হিমাগার করা যায় কিনা তা নিয়ে ভাবব।’ রংপুরে কৃষিপণ্য আছে, এসব পণ্যের সঠিক ব্যবহার ও অঞ্চলভিত্তিক উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।

আমাদের দুর্নাম যাতে না হয় : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘খাদ্য মন্ত্রণালয় অনেক বড় ও খুবই সেনসিটিভ। চালের দাম ২ টাকা কমলেও দোষ, ২ টাকা বাড়লেও দোষ।’ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সততা-নিষ্ঠা নিয়েই এ পর্যন্ত এসেছি। আপনাদের কাছে আমার প্রত্যাশা- আপনারা আমাকে সহযোগিতা করবেন। খাদ্য মন্ত্রণালয়ে একটু কিছু হলেই দুর্নাম শুরু হয়ে যায়। আমাদের এ দুর্নাম যাতে না হয়।’ তিনি বলেন, চালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আগামীকাল তিনি বিভিন্ন জেলার চালকল মালিক ও ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করবেন। গতকাল দুপুরে সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলাই বড় কাজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন ও উপমন্ত্রী হাবিবুন নাহার গতকাল মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। নিজ দফতরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, ‘বর্তমানে পরিবেশ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

অভিজ্ঞতাকে কাজে লাগাব : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আমি শিল্প সেক্টরের লোক, আমারও কিছু অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এ সেক্টরকে এগিয়ে নিতে চাই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে কাজ করার দরকার সেটাই করব।’ তিনি বলেন, ‘অসম্ভবকে সম্ভব করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। এই আস্থার মর্যাদা রাখতে হবে। এবার সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘জ্বালানি খাতের উন্নয়নে সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সামনে তিন মাসের মধ্যে পরিকল্পনা করা হবে। আর পরের সাড়ে চার বছর হবে বাস্তবায়নের বছর।’ তিনি বলেন, এবার তিনি জ্বালানি খাতের উন্নয়নে বেশি সময় ব্যয় করবেন।

ভালো কিছু করার প্রতিশ্রুতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত জনপ্রশাসনের সেবাগুলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে পেতে পারে। তিনি সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন।

হজের বিষয়ে আরও ভালো করতে চান ধর্ম প্রতিমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, হজের ব্যাপারে কোনো কথা হোক, তা তিনি চান না এবং এটা তিনি হতে দেবেন না। গতকাল সচিবালয়ে সাংবাদিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সামনে তিনি এসব কথা বলেন।

জনগণের ‘চাকর’ হয়ে কাজ করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতিতে প্রয়োজনে জনগণের ‘চাকর’ হয়ে কাজ করবেন। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। একই সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে গত ১০ বছরে সরকারের বিভিন্ন অর্জনের বর্ণনা দেন।

কাক্সিক্ষত সেবা দিতে হবে : বিমান প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেছেন, ‘সততা, দেশপ্রেম নিয়ে সামনে এগিয়ে যেতে চাই; যাতে দেশের বিমান ও পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতি হয়। বিমানের স্লোগান “আকাশে শান্তির নীড়” এটা যাতে মানুষ বিশ্বাস করে সে লক্ষ্যে কাজ করতে হবে।’

নদীভাঙন রোধে ব্যবস্থা নিতে পানিসম্পদ উপমন্ত্রীর নির্দেশ : দায়িত্ব নিয়েই বর্ষার আগে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, নদীভাঙনের ফলে অনেক মানুষ গৃহহীন। নদীভাঙনে আর যেন কেউ পিতৃভূমি হারা না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।

পরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা শরীয়তপুরের নড়িয়ায় নদীভাঙন রোধে কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং আগামী রবিবার সরেজমিন নড়িয়া যাবেন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। নড়িয়ায় পানি উন্নয়ন বোর্ডের জন্য একটি দোতলা ডাকবাংলো (গেস্ট হাউস) করার পদক্ষেপ নিয়েছেন তিনি।

মন্ত্রী তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের চাহিদা অনুযায়ী নদীভাঙন প্রতিরোধে আগামী এপ্রিল মাসের মধ্যে নদীভাঙন ঠেকাতে কাজ করতে হবে। এ জন্য এখন থেকেই পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর