বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাসে মন্ত্রীরা গেলেন স্মৃতিসৌধে, বাইকে চড়ে অফিসে পলক

নিজস্ব প্রতিবেদক

বাসে মন্ত্রীরা গেলেন স্মৃতিসৌধে, বাইকে চড়ে অফিসে পলক

শপথ গ্রহণের পরদিন (গতকাল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর তারা ধানমন্ডি থেকে বাসে চড়ে সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোটর বাইকে চড়ে প্রথম দিন অফিসে যান। গতকাল সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে বাসে স্মৃতিসৌধ যাওয়ার সময়টা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। নতুন সরকার মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। এত দিনের চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রিসভার সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চমক দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি তিনটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশন ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে...’। গতকাল দুপুর ২টার কিছু পরে পোস্ট করা ছবিতে তিনি মোটর বাইকের পেছনে বসা। দুটি ছবিতেই তাকে হেলমেট ছাড়া দেখা গেলেও হেলমেটসহ আরেকটি ছবি দেওয়া হয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পলক জানিয়েছেন, ‘১২টার সময় পূর্বনির্ধারিত সভা ছিল আইসিটি বিভাগে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর সংসদ ভবনে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে আগারগাঁও যাওয়ার সময় আমি জ্যামে পড়ি। তখন একটি মোটরসাইকেলে লিফট নিই। তার পরও ১৫ মিনিট দেরি হয়েছে। নতুন বছরে আমার নতুন রেজুলেশন, একটু সময়ও যেন অপচয় না হয়, প্রতিটি কাজ যেন সময়মতো করতে পারি। এজন্য বাইকে করে অফিসে যাওয়া।’ পলকের দুটি ছবিতে হেলমেট পরা না থাকায় পোস্টে সমালোচনার ঝড় ওঠে। অনেক সমালোচকের মধ্যে একজন লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ না। মহামান্য মন্ত্রী সাহেব, পরের বার দয়া করে হেলমেট পরবেন। দুর্ঘটনা আপনারও হতে পারে।’

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা

 

সর্বশেষ খবর