বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি বরদাস্ত করা হবে না

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি বরদাস্ত করা হবে না

প্রথমবার এমপি নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রীর শপথ নেওয়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম গতকাল দুপুরে সচিবালয়ে আসেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। গণপূর্তমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের জায়গায় শক্তিশালী অবস্থানে বিশ্বাস করি। কেবিনেটের সদস্য হিসেবে দুর্নীতিতে জিরো টলারেন্স থাকবে। তবে গৎবাঁধা অনেক অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সমস্যার সমাধান করা হবে। শুধু সমাধান নয় যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং সেটা অবশ্যই আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। শ ম রেজাউল করিম বলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা বড় মন্ত্রণালয়। এর ১২টি অর্গান রয়েছে। এখানে কাজের পরিসর অনেক বড়। আমার বিশ্বাস মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে আগের চেয়ে গতি আরও বৃদ্ধি করতে পারব। তিনি বলেন, আমি আইন পেশায় আসার আগে সংবাদ মাধ্যমে ছিলাম। সংবাদ মাধ্যমের জন্য প্রচ- ভালোবাসা আমার রয়েছে। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব।

সর্বশেষ খবর