শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গ্যাটকো মামলায় খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৬ জানুয়ারি কারাগার থেকে আদালতে হাজির করতে হাজিরা পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার এ আদেশ দেন।

গতকাল মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে তা মঞ্জুর হয়নি। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাই কোর্ট নির্দেশ দিয়েছে। তাই লম্বা সময় না দিয়ে স্বল্প সময়ের মধ্যে মামলাটির চার্জ গঠন করা হোক। একইসঙ্গে খালেদা জিয়া কারাগারে থাকায় তাকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারি করতেও আবেদন করেন তিনি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা জারি করে ১৬ জানুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী সাবেক চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।

সর্বশেষ খবর