শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভালো নেতৃত্ব বেরিয়ে আসবে

------- আখতারউজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ভালো নেতৃত্ব বেরিয়ে আসবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আখতারউজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়

কর্তৃপক্ষের নেয়া উদ্যোগকে সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য সুখবর। ভবিষ্যতে ভালো নাগরিক ও ভালো নেতৃত্ব বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এ নির্বাচন হওয়ার পথে আর আইনি কোনো বাধা নেই। আমরা চাই সব প্রক্রিয়া শেষে দ্রুত নির্বাচন হোক। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেয়া হোক। আখতারউজ্জামান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব উৎপাদনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এ সংসদের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্বের চর্চা গড়ে উঠবে। ছাত্ররা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। এর আগে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন। কর্তৃপক্ষ উদ্যোগ নিলে শিগগিরই সুষ্ঠু ডাকসু নির্বাচনের দিকে যাবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের গঠণতন্ত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। এটা আশার কথা। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকলে ছাত্রদের মেধাবিকাশের বিভিন্ন কর্মসূচি, পরিবেশ সৃষ্টি হবে। তাদের মেধা বিকাশ হবে। দীর্ঘদিন ছাত্র সংসদ ছিল না। এবার দ্রুত নির্বাচনের আয়োজন করা হলে তাদের সব কর্মকাে র মধ্যদিয়ে অতীতের ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করি। ডাকসু নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনের সহাবস্থান অবশ্যই জরুরি। ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে এ নির্বাচন করবে বলে মনে করি। আমরা চাই সুন্দরভাবে হোক নির্বাচন।

সর্বশেষ খবর