শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তি দাবিতে ঢাকায় বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে গতকাল মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে রিজভী আহমেদ বলেন, সরকার বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই- বিএনপিকে ধ্বংস করা। এ জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। নিত্য-নতুন কৌশলে ষড়যন্ত্র করছে। দেশবাসী দেখেছে কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করেছে। দেশের জনগণ এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচনে প্রমাণ হয়েছে যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। একই সঙ্গে মিথ্যা মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। গতকাল বেলা ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফকিরাপুলের দিকে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে স্লোগান দেন। পূর্বঘোষিত কোনো কর্মসূচি না হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজধানী ঢাকায় এটাই ছিল বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রথম কোনো কর্মসূচি।

সর্বশেষ খবর