সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইশতেহার পূর্ণ বাস্তবায়নে নজর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইশতেহার পূর্ণ বাস্তবায়নে নজর দিতে হবে

আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়নে নজর দিতে হবে। দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। কারণ দলের অবস্থান এবং কার্যক্রম যুগোপযোগী মনে করায় জনগণ সরকার গঠনের সুযোগ দিয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, মন্ত্রীদের মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি পরিকল্পনাভুক্ত কাজগুলো এগিয়ে নিতে হবে। রুটিন কাজের তদারকি করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব তাদের কাঁধেই। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, দলের সঙ্গে সরকারের যেন কোনো দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে তাদের নজর দিতে হবে। মন্ত্রণালয়ের কাজ থাকতে পারে। কিন্তু শূন্যস্থান তৈরি করা যাবে না। দলের ভাবমূর্তি ক্ষুণœœ করা যাবে না। কারণ প্রত্যেকে যে অবস্থানে এসেছেন সেটা দলের কারণে। জনগণ দল দেখে ভোট দিয়েছে। তাই সরকার এবং দলের মধ্যে সমন্বয় করে উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে। উন্নয়নের গতি ধরে রাখা এবং আরও কার্যকর করার দায়িত্ব মন্ত্রীদেরই নিতে হবে।

সর্বশেষ খবর