মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টাকে পুনর্নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

স্বপদে বহাল আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা। এরা হলেন এইচ টি ইমাম, মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও তারিক আহমেদ সিদ্দিক। তাদের নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে

মন্ত্রিপরিষদ বিভাগ। শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদের সরকারের নতুন মন্ত্রিসভায় ব্যাপক চমক থাকলেও উপদেষ্টাদের কাউকে বাদ দেননি প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা গঠনের প্রায় এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর বর্তমান পাঁচ উপদেষ্টাকে নিয়োগ দেয়া সংক্রান্ত আদেশটি গতকাল জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই পাঁচ উপদেষ্টাই মন্ত্রীর পদমর্যাদা ও বেতন-ভাতা পাবেন। গত ৭ জানুয়ারি থেকে এদের নিয়োগ কার্যকরা ধরা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা, মসিউর রহমানকে অর্থনৈতিক, গওহর বিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, তৌফিক-ই-এলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা  এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সর্বশেষ খবর