মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভোটের এজেন্ডা থাকলে ঐক্যফ্রন্ট যাবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোটের এজেন্ডা থাকলে ঐক্যফ্রন্ট যাবে : ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ  সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রধানমন্ত্রী যদি সংলাপের জন্য ডাকেন, তবে এজেন্ডা পেলে তা বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। ৩০ ডিসেম্বর ভোটের দিন গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের কবর জিয়ারত ও তার পরিবারকে সান্ত্বনা প্রদান করতে গতকাল সিলেট সফর করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছার পর হজরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারা। শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু আগের মতো সংলাপ হলে তা অর্থবহ হবে না। সংলাপের এজেন্ডা কী, তা আমরা জানি না। এজেন্ডা পেলে তা বিবেচনা করবে ঐক্যফ্রন্ট।’ তিনি বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে, জনগণের রায়কে ডাকাতি করা হয়েছে।’ উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন একটি অযোগ্য কমিশন। তারা কেমন নির্বাচনের আয়োজন করেছে, সবাই দেখেছে। তাদের অধীনে আগামী নির্বাচনগুলো কী হবে, তা নিয়ে প্রশ্নের কোনো প্রয়োজন নেই।’ পরে বালাগঞ্জ উপজেলার নলজুড়ে গিয়ে নিহত ছাত্রদল নেতা সোহেলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে শোকসভায়ও বক্তব্য দেন তারা। বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ভোটে সোহেলের ওপর নয়, ১৬ কোটি মানুষের ওপর গুলি করা হয়।’ বিশেষ অতিথির বক্তব্যে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘শহীদের রক্ত বৃথা যায় না, সোহেলের রক্তও বৃথা যাবে না।’ জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘ ভোট কেন্দ্রে পুলিশ গুলি করবে, এজন্য তো দেশ স্বাধীন হয়নি।’ বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শফি আহমদ চৌধুরী। বক্তব্য দেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর ভাই আসকির আলী, নিহত ছাত্রদল নেতা সোহেলের চাচাতো ভাই লুৎফুর রহমান। কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, দলটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর