বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভোট দিতে সন্তানের জন্ম পেছালেন টিউলিপ

প্রতিদিন ডেস্ক

ভোট দিতে সন্তানের জন্ম পেছালেন টিউলিপ

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে ভোট দিতে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে সন্তানের জন্মদান দুই দিন পেছানোর ঝুঁকি নিয়েছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ পার্লামেন্টে মঙ্গলবার টিউলিপ ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেবেন।  চিকিৎসকের পরামর্শ ছিল সোম অথবা মঙ্গলবার সিজারিয়ান করানোর। কিন্তু টিউলিপ সেই তারিখ বৃহস্পতিবারে পিছিয়ে দিয়েছেন।

সন্তানের জন্মদানের চেয়েও ইইউতে যুক্তরাজ্যের থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। খবর ডেইলি মিরর ও ডেইলি মেইলের। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, ‘চিকিৎসকের দেওয়া তারিখের থেকে এক থেকে দুই দিন পর আমার সন্তান পৃথিবীতে এলেও আমি খুশি যদি যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে শক্তিশালী সম্পর্ক দেখতে পায় বিশ্ব।’ তবে খুব বেশি সমস্যা হলে সন্তানের স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন টিউলিপ। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাবে, না থাকবে সেটি নির্ধারণ হবে আজকের ভোটে।

সর্বশেষ খবর