বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ শুরু

শৃঙ্খলা মানলে যানজট কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যানজট মুক্ত নগরী গড়তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। সবাই ট্রাফিক শৃঙ্খলা মেনে চললে যানজট হ্রাস পাবে। গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ডিএমপির ট্রাফিক বিভাগ আয়োজিত ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, আমাদের বিভিন্ন উদ্যোগের ফলে এখন মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করছে। যা আগে হতো না। এটা আমাদের একটি সাফল্য। গত বছর সড়কে বাস চালকের দায়িত্বহীন ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে কোমলমতি দুই শিক্ষার্থী নিহত হয়। যা ছিল অত্যন্ত বেদনাদায়ক। এরপর সড়কের বিশৃঙ্খলা দূর করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।  ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যানজট নিয়ে জনগণের প্রত্যাশা আশানুরূপ পূরণ হয়নি। আমরা ঢাকা মহানগরে ১৩০টি বাস স্টপেজ চিহ্নিত করেছি, এগুলো সিটি করপোরেশন বাস স্টপেজ হিসেবে তৈরি করছে। ঢাকা মহানগরীতে অনেক বড় বড় উন্নয়নমূলক কাজ চলছে ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে যানজট সহনীয় পর্যায়ে রাখতে আমরা দিন-রাত কাজ করছি। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৫৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালানো হবে।

যানজট নিরসনে ভৌতকাঠামোর উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সংস্করণ এবং রাস্তা যত্রতত্র খোঁড়াখুঁড়ি বন্ধ করা প্রয়োজন।

সর্বশেষ খবর